ওষুধ ব্যথা সাময়িকভাবে কমায়, কিন্তু ব্যথার আসল কারণ দূর করে না।
দীর্ঘ সময় একভাবে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা
ভুল ভঙ্গি (কুঁজো হয়ে বসা, ভারি কিছু তোলা)
হঠাৎ আঘাত বা মাংসপেশির টান

এগুলো মিলেই কোমরের হাড় ও মাংসপেশিতে চাপ পড়ে এবং ব্যথা হয়।
২. শুধু ওষুধ কেন যথেষ্ট নয়?
ওষুধ ব্যথা সাময়িকভাবে কমায়, কিন্তু ব্যথার আসল কারণ দূর করে না।
ওষুধ বন্ধ করলে ব্যথা আবার ফিরে আসে।
দীর্ঘদিন ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয়।
৩. ব্যাক পেইনে এক্সারসাইজের ভূমিকা
পেট ও কোমরের মাংসপেশি শক্ত করে

গবেষণা অনুযায়ী, নিয়মিত এক্সারসাইজ করলে দীর্ঘমেয়াদি ব্যথা প্রায় অর্ধেক পর্যন্ত কমে যায়।
ফিজিওথেরাপি মানে শুধু মেশিন নয়। এতে থাকে:

সঠিক ব্যায়াম শেখানো

বসা-দাঁড়ানো-হাঁটার সঠিক ভঙ্গি শেখানো

ম্যানুয়াল থেরাপি (হাতে চিকিৎসা)

কাজ ও বিশ্রামের ভারসাম্য শেখানো

এক্সারসাইজ + শিক্ষা + থেরাপি = স্থায়ী সমাধান
চেয়ারে বা মেঝেতে কুঁজো হয়ে না বসা
ভারি কিছু তুলতে হলে হাঁটু ভাঁজ করে তুলবেন
দীর্ঘদিন ব্যথা থাকলে ফিজিওথেরাপিস্ট/বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন